ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ঐক্যফ্রন্টকে গণভবনে প্রধানমন্ত্রীর দাওয়াত   

প্রকাশিত : ২০:৪৫, ২৬ জানুয়ারি ২০১৯ | আপডেট: ২৩:৫৯, ২৬ জানুয়ারি ২০১৯

জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২ ফেব্রুয়ারি (শনিবার) বিকেল সাড়ে ৩ টায় শুভেচ্ছা বিনিময় ও চা চক্রে অংশ নেওয়ার জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।     

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরাম সেক্রেটারি মোস্তফা মহসীন মন্টু চিঠির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা একটি চিঠি পেয়েছি। তবে সেটা কিসের, কী জন্য দাওয়াত দেওয়া হয়েছে তা জানি না। 

জাতীয় ঐক্যফ্রন্টের অন্য একজন নেতা গণমাধ্যমকে বলেন, আমরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি দাওয়াত কার্ড পেয়েছি। এখন যাওয়া না যাওয়ার বিষয়টি কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।

প্রসঙ্গত, এর আগে গত ১৩ জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের সব রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন। ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টসহ ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে গণভবনে সংলাপ হয়েছিল। এখন নির্বাচন শেষ হয়েছে, প্রধানমন্ত্রী তাদেরকে আবার আমন্ত্রণ জানাবেন। তাদের সঙ্গে কিছু মতবিনিময় করবেন এবং তাদের আপ্যায়নের ব্যবস্থা থাকবে।

             

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি